গবাদিপশু বা পোল্ট্রি সকল পশু-পাখির খাদ্যে ক্যলসিয়াম ও ফসফরাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাবারে ক্যালসিয়াম ও ফসফরাস সরবরাহের প্রধান উৎস্য এটি। কেননা ক্যালসিয়াম কার্বোনেট থেকে শুধু ক্যালসিয়ামই পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় না। কিন্তু গবাদি প্রাণির শরীরে ৩:১ অনুপাতে যথাক্রমে ক্যালসিয়াম ও ফসফরাস থাকতে হবে। সেই হিসাবে খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকলেও ফসফরাস কম থাকলে তা প্রাণি শরীরে শোষিত হবে না। আর তাই দানাদার খাবার তৈরির সময় অবশ্যই ডিসিপি যোগ করতে হবে।
খাদ্যে ব্যবহারের নিয়ম
গবাদিপ্রানির ধরন, জাত, বয়স, প্রডাক্শন স্টেজ ও খাদ্যের অন্যান্য উপাদানের নির্ভর করে ব্যবহার করতে হয়।
ব্রয়লার স্টার্টার- ১-২ কেজি/টন ফিড।
ব্রয়লার গ্রোয়ার- ২-৩ কেজি/টন খাদ্য।
ব্রয়লার ফিনিসার- ১-২ কেজি/টন ফিড।
লেয়ার লেয়ার – ১-২ কেজি প্রকি টন খাদ্যে্
সোনালি গ্রোয়ার- ১-২ কেজি খাদ্যে।
ক্যাটল ফিড- ১-২ কেজি/প্রতি টন খাবারে।
গাভী- ১-৩ কেজি প্রতি টন খাবারে।